ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আর্থিক প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৪-২৩ ১৫:২৭:০৮

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় রশিদ মন্ডলের পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। 
 গত ২২শে এপ্রিল পরিবারটির বসবাসের একমাত্র ছাপড়া ঘর ও ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 গতকাল ২৩শে এপ্রিল বিকালে সরেজমিন পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকরসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছি। এছাড়া যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আরো সহযোগিতা প্রদান করা হবে।
 ক্ষতিগ্রস্ত রশিদ মন্ডলের স্ত্রী হাসি বেগম বলেন, গত ২২শে এপ্রিল সকাল ৯টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট হতে তার একমাত্র থাকার ঘরে আগুন লেগে পুড়ে হয়ে যায়। 

পরাজয়ের ভয়ে আ’লীগ আমলে মিথ্যা মামলা দিয়ে রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন বন্ধ করা হয়  --খৈয়ম
গোয়ালন্দ পৌরসভার ফুটপাত নির্মাণে নিম্নমানের কাজে জনমনে চরম অসন্তোষ॥ঠিকাদারকে চিঠি নজরদিন
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আর্থিক প্রদান
সর্বশেষ সংবাদ