রাজবাড়ীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অংশ হিসেবে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠান গতকাল ২৩শে এপ্রিল জাতীয় মহিলা সংস্থার সজ্জনকান্দাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সুলতানা আক্তার বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলা প্রশাসক তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালা শেষে উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়