রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার প্রধান সড়কের পাশ দিয়ে পাকা ড্রেনের উপর দিয়ে ৯৭০ মিটার ফুটপাত নির্মাণে কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে।
সিমেন্ট না দিয়ে শুধুমাত্র বালু দিয়ে ফুটপাতে পার্কিং টাইলস বসানোর কারণে তা উঠে যাচ্ছে। টাইলসের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। যেনতেন কারণেই তা ভেঙ্গে গুড়ো হয়ে যাচ্ছে।
গত ২২শে এপ্রিল বিকালে নিম্নমানের কাজের বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ অবস্থায় গোয়ালন্দ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম গতকাল ২৩শে এপ্রিল সকালে সরেজমিন পরিদর্শন করে কাজের নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সেই সাথে তিনি কাজের ঠিকাদার মোঃ সালাউদ্দিন চৌধুরীকে পত্র দিয়ে নিম্নমানের কাজের বিষয়ে সতর্ক করেন।
এ প্রসঙ্গে প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম জানান, গোয়ালন্দ পৌরসভার আওতাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আওতাধীন পাকা ড্রেনের উপর ৯৭০ মিটার দৈর্ঘের ফুটপাত নির্মাণের কাজটির ঠিকাদার মেসার্স চৌধুরী ট্রেডার্স। এই কাজের মধ্যে ৫৩২ মিটার আরসিসি সড়ক সম্প্রসারণের কাজ রয়েছে। যার সমূদয় মূল্য ৫০ লক্ষ ৮৬ হাজার ৫৮৪ টাকা। ২০২৩ সালের ১৭ই ডিসেম্বর শুরু হওয়া কাজের সময় সীমা ছিল ৯০ দিন। যা ইতিমধ্যে অনেক আগে শেষ হয়ে গেছে। তাদের কাজের গুণগত মানও খুব খারাপ। আমি বারবার সতর্ক করলেও ঠিকাদার সালাউদ্দিন চৌধুরী তাতে কর্নপাত করছে না।
এমতাবস্থায় গতকাল ২৩শে এপ্রিল তাকে পত্র দিয়ে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। অবশিষ্ট কাজ ঠিকঠাকভাবে না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
বিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই প্রকল্পে ৫৩২ মিটার আরসিসি কাজের বিল হিসেবে ঠিকাদারকে ১৫ লক্ষ টাকা দেয়া হয়েছে। টাইলস দিয়ে ফুটপাত নির্মাণ কাজের জন্য কোন বিল দেয়া হয়নি।
ঠিকাদার সালাউদ্দিন চৌধুরী জানান, কাজটি বাস্তবায়ন করতে গিয়ে বহুত ভোগান্তি পোহাচ্ছি। পৌর প্রশাসককে দেখিয়ে তার পরামর্শ মতো টাইলস ব্যবহার করা হচ্ছে। তবে কাজের সময় মিস্ত্রিরা হয়তো সিমেন্ট ঠিকঠাক ব্যবহার করেনি, তাই অনেক জায়গায় টাইলস উঠে গেছে। সেগুলো পুনরায় ঠিকঠাক করে দেয়া হবে বলে তিনি জানান।