ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫
রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী শিহাব শেখ গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৩ ১৫:৩২:৫২

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখ (২৪)কে পুলিশ গ্রেফতার করেছে । 
 গতকাল ২৩শে এপ্রিল দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান।
 এর আগে গত ২২শে এপ্রিল দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃত শিহাব শেখ সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে। 
 মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ই আগস্ট বেলা সাড়ে ১২ টার দিকে মামলার বাদী জিসানসহ ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। ওই সময়  মামালর এজাহার নামীয় আসামীরা সহ অজ্ঞাতনামা  ৯০/৯৫ জন আসামীরা দেশীয় লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলে। তারা সেখান থেকে না সড়লে আসামীরা বাঁশের লাঠিসোঁটা ও বাটাম দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি মারপিট করে। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। এছাড়াও আসামীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। এরপর আসামীরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ করলে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে।
 এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনের মামলায় রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পাংশার বাগদুলীতে যুবকের আত্মহত্যা
রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জাকিয়া পারভীনকে বিদায় সংবর্ধনা প্রদান
রাজবাড়ীতে জাতীয় মহিলা সংস্থায় উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ
সর্বশেষ সংবাদ