বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা কর্তৃক জেলা জজ কোর্টের ইসলামী ল ইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে গতকাল ২২শে জানুয়ারী বিকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা জজ কোর্ট প্রাঙ্গনের হোটেল কর্মচারী, দোকানদার, জেলা বার এসোসিয়েশনের স্টাপ, রিকশা চালক, হকার ও ছিন্ন মূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান, ইসলামিক ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি এডঃ মোঃ সিদ্দিকুর রহমান, সেক্রেটারী এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য এডঃ মোঃ রনজু বিশ্বাস, এডঃ মোঃ মোশাররফ হোসেন, মোঃ কবীর উদ্দিন, মোঃ রাজু আহমেদ, মোঃ মামুন, মোঃ শরীফুল ইসলাম বিশাল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ তানভীর মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।