কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, কারিগরি ও মাদ্রাসা নিয়ে আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন নয়, জেগে দেখা স্বপ্ন। কারিগরি ও মাদ্রাসা এই দুইটি বিভাগকেই আমি শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে চাই। আগামী দিনের বাংলাদেশ কারিগরি শিক্ষার বাংলাদেশ। আমরা কারিগরির দিকে মনোযোগ দিচ্ছি। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি।
গতকাল ২৩শে জানুয়ারী দুপুর ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সাথে বসবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের অনার্স কোর্স ও ডিগ্রীর ৩ বছরের পাস কোর্সের ১ বছরের কারিগরি কোর্সের চিন্তা করা হচ্ছে। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা পাবে। এতে যারা পাশ করে বের হবে তারা দেশে বিদেশে যেকোনো একটা চাকরী করতে পারবে, অথবা বিদেশে গিয়ে কিছু করতে পারবে। কারিগরিতে আমাদের একটা টার্গেট দেওয়া আছে। ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ শিক্ষার্থী কারিগরিতে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদ্রাসা জাতীয়করণ অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করা। ইতোমধ্যে আমার অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। এছাড়াও দেশে প্রায় ৭ হাজার ইবতেদায়ি মাদ্রাসা আছে যারা কিছুই পাইনা। তারা অনুদান নিয়ে হয়তো চলেন। সেগুলোকেও আমরা সরকারী সিস্টেমের মধ্যে নিয়ে আসবো।
দ্বিতীয়ত, আমরা ইবতেদায়ি মাদ্রাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি। অফিসাররা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগিরই শুরু করবেন। এছাড়াও ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে। আলিয়া মাদ্রাসার জন্য প্রজেক্ট চালু আছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোতে এক ধরনের করুণ পরিস্থিতি বিরাজ করছে। মাদ্রাসাগুলো বাঁচানো দরকার।
তিনি আরও বলেন, শিক্ষা নিয়ে আমার কিছু স্বপ্ন রয়েছে। আমি অনুভব করি কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যৎ। কারিগরি শিক্ষা ছাড়া দেশের এত বেশি বেকারত্ব দূর করা সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। তা না হলে আমরা উন্নতি করতে পারব না। পাশাপাশি মাদ্রাসা শিক্ষাও গুরুত্বপূর্ণ। দেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদ্রাসায় পড়াতে চান। কাজেই তাদেরও মাইনাস করে আমরা চলতে পারব না।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক(ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মেদ, শেখ কামাল সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এসএম মাহমুদুল হক, ভান্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিমসহ জেলার সকল ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাযিল, কামিল মাদ্রাসার প্রধান ও সরকারী-বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।