ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৪ ১৪:১০:২১

 রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

 গতকাল ২৪শে জানুয়ারী বিকেলে রাজবাড়ী স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বক্তব্য রাখেন ও ট্রফি বিতরণ করেন।

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আবু রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, পাংশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আমিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, প্রথম খেলায় অনূর্ধ্ব-১৭ বালিকা রাজবাড়ী পৌরসভা বনাম গোয়ালন্দ উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ৩-০ গোলে রাজবাড়ী পৌরসভা একাদশ গোয়ালন্দ উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়।

 দ্বিতীয় খেলায় অনূর্ধ্ব-১৭ বালক রাজবাড়ী সদর উপজেলা বনাম পাংশা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ৩-০ গোলে রাজবাড়ী সদর উপজেলা পাংশা উপজেলা একাদশকে হারিয়ে বিজয়ী হয়।

 অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে সর্বোচ্চ গোলদাতা হয়েছে রাজবাড়ী সদর উপজেলা একাদশের চঞ্চল মোল্লা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছে রাজবাড়ী সদর উপজেলা একাদশের আরিফ খাঁ ও ম্যান অব দ্যা ফাইনাল হয়েছে রাজবাড়ী সদর উপজেলার কাজী আসলাম।

 অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছে রাজবাড়ী পৌরসভা একাদশের সানজিদা আক্তার সাদিয়া, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন রাজবাড়ী পৌরসভা একাদশের পিয়া খাতুন, ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন রাজবাড়ী পৌরসভা একাদশের সানজিদা আক্তার সাদিয়া।

 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, যারা বিজয়ী হয়েছে ও যারা বিজয়ী হতে পারেনি উভয়দেরকেই অভিনন্দন জানাচ্ছি। আজকের ফাইনাল খেলা অনেক সুন্দর হয়েছে। তোমরা যারা আজ বিজয়ী হয়েছে তাদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা বিজয়ী হতে পারনি, পিছিয়ে ছিলে তোমরা সামনে আরও বেশি নিজেদেরকে তৈরি করে নিবে যাতে পরবর্তীতে তোমরা বিজয়ী হতে পারো। ভবিষ্যতে এই খেলাটা আরও বড় আকারে করার চেষ্টা করবো। তোমরা তোমাদের ফুটবল খেলার দক্ষতা ও কৌশলটাকে ধরে রাখবে, স্বাস্থ্য ভালো রাখবে। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে।

 উল্লেখ্য, গত ২০শে জানুয়ারী জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। ৫টি উপজেলা ও রাজবাড়ী পৌরসভা থেকে বালক ও বালিকা মিলে মোট ১২টি টিম খেলায় অংশগ্রহণ করছে। খেলায় ফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সম্মিলিত  প্রচেষ্টায় রাজবাড়ী জেলাকে এগিয়ে নিতে হবে------জেলা প্রশাসক
রাজবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
সজ্জনকান্দায় ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে শক লেগে শিশু আহত
সর্বশেষ সংবাদ