ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ক্লিন সোসাইটি ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০১-২৬ ১৩:৫৭:১৮

 রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল ২৬শে জানুয়ারী ক্লিন সোসাইটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও জিরো ওয়েস্ট ব্রিগেড এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে ক্লিন সোসাইটি ক্যাম্পেইন উদ্বোধন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

 এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পায়রা চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ  প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লিন সোসাইটি ক্যাম্পেইনে রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্টের সদস্য ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

 জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে ক্লিন সোসাইটি ক্যাম্পেইন কর্মসূচী পালন করছি। এই ক্যাম্পেইনে নেতৃত্ব দিবে ছাত্র সমাজের পক্ষ থেকে জিরো ওয়েস্ট ব্রিগেড। আজ রাজবাড়ী রেলওয়ে স্টেশন তরুণেরা ক্লিন করবে। চাইলেই আমরা আমাদের চারপাশটা পরিষ্কার রাখতে পারি। প্রতিষ্ঠানগুলো পরিছন্ন  রাখতে পারি। পরিচ্ছন্ন প্রতিষ্ঠান মানে পরিচ্ছন্ন দেশ। এই কাজে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণদের। আমি এই প্রোগ্রামের সফলতা কামনা করছি। 

 এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। এরপর ক্লিন সোসাইটি ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করে।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ