রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়ায় গতকাল ১লা ফেব্রুয়ারী বিকালে বেদে পল্লীর মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে ‘আমরা সনাতনী যুবক’ নামে একটি মানবিক সংগঠন।
শীতবস্ত্র কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা। এ সময় সমন্বয়ক রাজেশ মন্ডল, সুমন দাস, রতন দাস, অনিক দাস, সমর কর্মকার ও আকাশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিপ্লব সাহা বলেন, আমাদের ছোট্ট একটি সংগঠন মানবতার সেবায় ‘আমরা সনাতনী যুবক’। আমরা চেষ্টা করি সামাজিক কাজ করতে এবং অসহায় মানুষের মাঝে দাঁড়াতে। শুধু শীতেই নয় প্রতিটা উৎসবে আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই শীতে সবাই ঘরে থাকে আর এই বেদে পল্লীর লোকেরা থাকে খোলা মাঠে। তাই আমরা আজ এদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
উল্লেখ্য, প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণ, দূর্গাপূজাতে মন্দিরে মন্দিরে আর্থিক সাহায্য, পূজাতে শাড়ি বিতরণ ও বিভিন্ন সময়ে স্টেশনে থাকা মানুষের মাঝে খাবার বিতরণ করে আসছে সংগঠনটি।