রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশ মানিকগঞ্জ জেলার আলোকদিয়ার চর এলাকায় যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়কালে ২টি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৬জনকে গ্রেফতার করেছে।
গতকাল ২রা ফেব্রুয়ারী দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার ওমরাপুর ও আটিয়া সলংগী গ্রামের মৃত গজনবি মোল্লার ছেলে নুরুল ইসলাম(৫০), লতিফ মোল্লার ছেলে মোকছেদ আলী(২৮), গজনবি মোল্লার ছেলে আনোয়ার হোসেন ওরফে সাদ্দাম(২৭), আবুল কালাম মোল্লার ছেলে জামরুল ইসলাম(১৮), মৃত আয়নাল বেপারীর ছেলে আব্দুল কাদের(৩৬) ও মৃত আয়নাল হকের ছেলে আব্দুর রহমান।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া চরে যমুনা নদীতে কে বা কারা বাল্কহেড থেকে টাকা তুলছে এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে অভিযান পরিচালনা করে।
এ সময় বাল্কহেড থেকে টাকা তোলাকালে নৌ পুলিশ দেখে উল্লেখিতরা পালিয়ে চরের দিকে চলে যেতে থাকে। পরে তাদের ধাওয়া করে দুটি ইঞ্জিন চালিত ট্রলারসহ ৬জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া রয়েছে।