ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫
ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক খন্দকার ফারুক আহমেদ আর নেই
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-০২ ১৪:২৫:৩৫

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক খোন্দকার ফারুক আহমেদ গতকাল ২রা ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হসপিটালে সিসিইউ’তে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

 একই দিন বিকেলে সাড়ে ৩টায় খন্দকার ফারুক আহমেদের মরদেহ তার প্রিয় কর্মস্থল ডাঃ আবুল হোসেন কলেজ ক্যাম্পাসে নিয়ে আসলে সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। পরে ডাঃ আবুল হোসেন কলেজের গর্ভনিং বডি ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। তার ১ম জানাজার নামাজ ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর আনসার ক্যাম্প মাঠে বিকাল ৫টায় ২য় জানাযা শেষে নতুন বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

 জানা গেছে, খন্দকার ফারুক আহমেদ ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন এবং কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি কলেজে কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও টিউমার জনিত জটিলতায় ভুগছিলেন। গত ২৫শে জানুয়ারী অসুস্থতা জনিত কারণে তিনি ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গ্রিন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

 ডাঃ আবুল হোসেন কলেজ মাঠে জানাযা’তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, কলেজের গর্ভনিং বডির সাবেক সভাপতি ফকীর আব্দুল জব্বার, কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কলেজের সকল কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন ডাঃ আবুল হোসেন কলেজ জামে মসজিদের ইমাম মোঃ শরীফ আহমেদ।

 মৃত্যুকালে খন্দকার ফারুক আহমেদ স্ত্রী, এক ছেলে ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 
রাজবাড়ীতে জাতীয় নিরাপদ খাদ্য  দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক খন্দকার ফারুক আহমেদ আর নেই
সমাধিনগর অর্য্য সংঘ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ