রাজবাড়ীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।
গতকাল ৫ই ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে দলটি।
বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেল শাখার আহ্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এডঃ সাজিদুল ইসলাম রুবেল, রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব রবিউল আজম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আলম, যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিদয়সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-নাগরিকদের জুলাই ৩৬' গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভু রাষ্ট্র ভারতে পালিয়ে গিয়েও অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি প্রদান করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে গণহত্যাকারী আওয়ামীলীগের নেতাকর্মীরা সারাদেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও কথিত গণসংযোগ করেছে। এমনকি গত ২রা ফেব্রুয়ারী জয় বাংলা শ্লোগান দিয়ে আওয়ামী দুর্বৃত্তরা পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে। ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানের সরকারকে উৎখাত করতে দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে সারাদেশে হরতাল-অবরোধের ঘোষণা দিয়েছে।
বক্তারা আরও বলেন, ছাত্র-জনতা-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে ইতিহাসের বর্বরোচিত হামলা, হত্যাযজ্ঞ চালিয়েও অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। গ্রেফতারকৃতরা জামিনে মুক্ত হচ্ছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে ৫৭২ জন আসামী জামিনে মুক্তি পেয়েছে। গত ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেফতার ও বিচারের বিষয়ে যতোটা কঠোর হওয়া দরকার ছিলো, আমাদের কাছে তার বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে। যা অত্যন্ত উদ্বেগের ও শঙ্কার।
বক্তারা বলেন, অবৈধভাবে ক্ষমতায় থাকতে জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার মানুষকে পঙ্গু করা, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে চালানো ইতিহাসের এ জঘণ্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের আপোষহীন নেতৃত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন হিসেবে আমরা 'জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধসহ একদলীয় ফাসিস্ট শাসন কায়েমে বিগত ১৬ বছরের সকল গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিষ্পত্তি ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ব্যক্তি ও সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবী জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসে। পরে তারা ৫দফা দাবীতে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।