ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
রতনদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-০৭ ১৩:৪৫:৪৪

 রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ৭ই ফেব্রুয়ারী বিকেলে ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান বক্তব্য রাখেন। 

 রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী আল মনছুরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। 

 এছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মোঃ শাহজালাল মিয়া, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হুসাইন সাইফুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ উজ্জ্বল, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান, যুবদলের নেতা ফেরদৌস হাসান টিটো, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য ও উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন প্রমুখ বক্তব্য রাখেন। 

 সম্মেলনে কালুখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নূরে আলম টিটো, প্রচার সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি ইমন খন্দকার, সাধারণ সম্পাদক আসিফ মন্ডলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা বলেন, বিগত দুই দিন ধরে বাংলাদেশকে অশান্ত করার নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল অপশক্তির ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সকল নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 সম্মেলনে রতনদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির কর্মীদের সমর্থনে মোঃ সিরাজুল ইসলাম খাঁনকে সভাপতি, মোঃ আকতার মন্ডলকে সাধারণ সম্পাদক ও আব্দুল গফুর মন্ডলকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ