সারাদেশের ন্যায় রাজবাড়ীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলার আসামী নাজমুল শেখ(২০)কে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল ১১ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার নাজমুল শেখ রাজবাড়ী শহরের ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ই আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টিএনটি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকে। ওই সময় এজাহারনামীয় ৪৪জন আসামীসহ শতাধিক অজ্ঞাতনামা আসামী মারাত্মক আগ্নেয়াস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ ও রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমন করে। এ সময় তারা শিক্ষার্থীদের ওপর এলোপাথারিভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের জখম করে।
এ ঘটনায় গত ২৬শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শহরের বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করে নাজমুল শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তকালে তার বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।