ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১২ ১৬:৩৫:২২

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ১২ই ফেব্রুয়ারী বিকেলে মদাপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে গান্ধিমারা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আইয়ুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ্ মোঃ আলমগীর, আব্দুর রাজ্জাক, কে.এম জিয়াউল হাসান আরিফ, আবুল কালাম আজাদ, মোঃ হারুনুর রশিদ হারুন, দাউদুল ইসলাম জৌতি, মনজুরুল আলম মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন। 

 এ সময় রাজবাড়ী জেলা কৃষক দলের সদস্য শাহ্ আলম মিয়া, মোঃ মমিন শেখ, শরিফুল ইসলাম, নজরুল ইসলাম বিটু, আনিসুর রহমান আনিচ, উপজেলা কৃষক দলের নেতা এডঃ ফজলুর রহমান, আঃ রশিদ নাঈম, সাইদুর রহমানসহ জেলা কৃষক দল, উপজেলা কৃষক দল ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সমাবেশে অতিথিরা কৃষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরে তা সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং বলেন স্বৈরাচার আ’লীগ সরকার দেশের অন্যান্য খাতের মত কৃষি খাতকেও ধ্বংস করে গেছে। তাই কৃষি এবং কৃষকদের সুদিন ফিরিয়ে আনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং এর অঙ্গসংগঠন কাজ করে যাচ্ছে।

 
কালুখালীতে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
গোয়ালন্দে চোরাই ভ্যান ও চার্জারসহ ১জন গ্রেফতার
কালুখালী উপজেলার ৯৯৮২টি অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ
সর্বশেষ সংবাদ