ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
রাজবাড়ীতে সাইবার অপরাধ॥তৃণমূল মানুষ ও ষড়ঋতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-১৩ ১৫:২৪:১৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে সাইবার অপরাধ ও তৃণমূল মানুষের জন্য সাংস্কৃতিক এবং ষড়ঋতু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার উপস্থিত ছিলেন। 

 জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে ও সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার বক্তব্য রাখেন। 

 এ সময় এনডিসি নাহিদ আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রের মোল্লা ইফতেখার আহমেদ, শাহেদ খান, মোঃ আশিকুজ্জামান এবং মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, আজকের এই অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর শিল্পীদের চমৎকার পরিবেশনায় ও উপস্থাপনায় সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য উপভোগ করলাম। বসন্ত মানে নবযৌবনের জোয়ার, গাছে গাছে নতুন পাতা, কচি পাতা ও পাখিদের গান আমরা দেখতে পাই। কবি গেয়েছেন আহা, আজি এ বসন্তে কত ফুল ফোটে। ফুল না ফুটলেও মনের আকাশে যে শীতের আড়মোড়া ভেঙে যে চমৎকার আবহাওয়া সবার ভেতরে তৈরি হয়, সেই আবহে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাসহ দেশকে সার্বিকভাবে আমাদের রাজবাড়ীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আইনশৃঙ্খলা মেনে চলবো। সাইবার অপরাধ থেকে আমরা দূরে থাকবো। পিতা-মাতারা সন্তানদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন। সন্তানরা মোবাইল ও ল্যাপটপে আসক্ত না হয়ে আমরা মাঠে এসে খেলাধুলা করবো। ভালোভাবে পড়াশোনা করবো এবং সমৃদ্ধির জন্য সবাই কাঁধে কাধ মিলিয়ে কাজ করবো।

 
 পাংশা বাজারে ফুটপাত অবৈধ দখল করে দোকান॥পথচারীদের ভোগান্তি
 রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে বিএনপির জনসভা
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা নজরুল মন্ডল কারাগারে
সর্বশেষ সংবাদ