ঢাকা বুধবার, মার্চ ২৬, ২০২৫
ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ীর বড় মসজিদে ওরশ অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০২-১৭ ১৪:২১:১৬

 ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জোড়া মসজিদের সাথে মিল রেখে গতকাল ১৭ই ফেব্রুয়ারী দিনগত রাতে রাজবাড়ী শহরের খানকা শরীফ(বড় মসজিদ) অনুষ্ঠিত হয়েছে ‘মওলা পাক’ হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী (আঃ) এর ১২৪তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ।

 এ উপলক্ষ্যে গতকাল ১৭ই ফেব্রুয়ারী বিকেল থেকেই রাজবাড়ী শহরের বড় মসজিদে ভক্তদের আগমন শুরু হয়। রাত বাড়ার সাথে সাথে হাজার হাজার ভক্ত ও মুরিদানদের আগমনে ভরে যায় খানকা শরীফ এলাকা।

 সরেজমিনে দেখা যায়, হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী(আঃ) এর ১২৪তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ উপলক্ষে বড় মসজিদ আলোকসজ্জা ও সাজানো হয়েছে। ওরশ উপলক্ষে রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও মুরিদানরা এসেছে। নারী পুরুষ শিশুসহ কয়েক হাজার ভক্তবৃন্দের আগমন ঘটেছে বড় মসজিদ এলাকায়। নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বড় মসজিদের ভিতরে। ওরশ উপলক্ষে বড় মসজিদ এলাকায় বসেছে অস্থায়ী বিভিন্ন খাবারের দোকান ও খেলনার দোকান। অস্থায়ী এসব দোকানে বিভিন্ন দর্শনার্থীরা ভিড় করছেন। ওরশ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 রাজবাড়ী শহরের আটাশ কলোনী এলাকা থেকে বড় মসজিদে ওরশে আসা শহীদ ফকির নামের মুরিদ বলেন, প্রত্যেক বছর আমি স্পেশাল ট্রেনে ভারতের মেদিনীপুর ওরশে যায়। কিন্তু এবছর ভারত সরকার ভিসা না দেওয়ার কারণে স্পেশাল ট্রেন বন্ধ রয়েছে। যার কারণে মেদিনীপুর যায়নি। তাই বড় মসজিদে অনুষ্ঠিত ওরশে এসেছি। সারারাত এখানেই থাকবো। ফজরের নামাজ পড়ে সিন্নি নিয়ে বাড়ী যাবো। ১০০ টাকা করে ৫টি তবারকের টিকিট কিনেছি।

 গোয়ালন্দের উজানচর থেকে আসা আকমল শেখ বলেন, আমি মেদিনীপুরের পীর সাহেবের মুরিদ। আমার পূর্ব পুরুষেরাও মেদিনীপুর বড় হুজুর পাকের মুরিদ ছিলেন। আমরাও এখন মেদিনীপুরের মুরিদ। প্রত্যেক বছর ভারতে আমরা স্ব-পরিবারে ওরশে যেতে পারিনি। তাই মনটা খুবই খারাপ। মেদিনীপুরের সাথে মিল রেখে রাজবাড়ী খানকা শরীফেও ওরশ হবে। সারারাত এখানেই কাটাবো। ভোরে সিন্নি নিয়ে বাড়ী ফিরবো।

 জানা গেছে, পশ্চিমবঙ্গে মেদিনীপুরে নূরনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ৩২তম ও বড় পীর গাউসুল আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) এর ১৯তম অধস্তন পবিত্র বংশধর আলী আব্দুল কাদের সামশুল কাদের হযরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী(আঃ) মশহুর নাম “মওলাপাক” এঁর ১২৪তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ গতকাল ১৭ই ফেব্রুয়ারী দিনগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে উদযাপিত হয়।

 উক্ত পবিত্র ওরশ শরীফ পরিচালনা করেন রাসুলে পাক(সাঃ) এঁর ৩৬তম ও বড় পীর গাউস-উল-আযম হযরত আব্দুল কাদের জিলানী(আঃ) পাক এঁর ২৩তম অধস্তন আওলাদ পাক জিল্লেইলাহী, বেলায়েতের রবি, গাউসে জামান লাখো ভক্তের আকা ও কেবলা কাদেরীয়া তরীকার “সাজ্জাদানশীন হুজুরপাক হযরত সৈয়দ শাহ্ ইয়া’সুব আলী আল কাদেরী” আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আল মেদিনীপুরী মাদ্দাজিল্লুহুল আলী।

 উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে রাজবাড়ী থেকে এ বছর ভারতের মেদিনীপুরে ওরশ স্পেশাল ট্রেন যায়নি। ভারত সরকার ভিসা না দেওয়ার কারণে শতবছরের এই ঐতিহ্যবাহী ওরশ যাত্রায় ভাটা পড়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে নিরাপত্তা জনিত ইস্যুসহ বিভিন্ন কারণে ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে ভারত সরকার থেকে ভিসা না দেওয়ার কারণে এবার রাজবাড়ী থেকে আঞ্জুমান-ই কাদেরীয়ার উদ্যোগে ওরশ স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুর উদ্দেশ্যে যায়নি। এছাড়াও ভিসা না পাওয়ার কারণে সড়ক পথেও মুরিদানরা মেদিনীপুরে ওরশে যেতে পারেনি। ১৯০২ সালে চালু হওয়া এ ওরশযাত্রা এর আগে ২০২১ ও ২০২২ সালে করোনা মহামারির কারণে বন্ধ ছিল।

 

রাজবাড়ীতে জেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শওকত হাসান গ্রেপ্তার
দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে রাজবাড়ী-২ আসনে বিএনপি’র রাজনীতিতে সরব সাবেক এমপি সাবু
রাজবাড়ীতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা
সর্বশেষ সংবাদ