খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজবাড়ীর সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে রাজবাড়ী প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলে তারা হামলার প্রতিবাদে ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অবিলম্বে সন্ত্রাসীদের বিচার করো, করতে হবে’, ‘আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’, ‘অবিলম্বে হামলাকারীদের বিচার করো, করতে হবে’-এমন নানা স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে গিয়ে শেষ করে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে মিরাজুল মাজিদ তুর্য্য, মোঃ ফাহাদুল ইসলাম, মোঃ তানিম, শুভ, এইচএম হাসিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, নতুন বাংলাদেশে আমরা বৈষম্যহীন রাজনীতি চাই। প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর অধিকার সুনিশ্চিত হবে। প্রত্যেকটা ছাত্র-ছাত্রী তার অধিকার বুঝে পাবে। নতুন বাংলাদেশে আমরা আর কোন নোংরামি দেখতে চাই না। আমরা স্বৈরাচার মুক্ত করেছি, নতুন কোন স্বৈরাচারের আগমনের জন্য নয়। এই নতুন বাংলাদেশে প্রতিটা ছাত্র-ছাত্রী থাকবে নিরাপদে। নিরাপদে থাকবে বাড়িতে, রাস্তা ঘাটে, ক্যাম্পাসসহ প্রতিটা জায়গাতে। এই ছাত্র-ছাত্রীর ওপর যদি অন্যায়ভাবে, নির্মমভাবে যদি একটা টোকা পড়ে তাহলে বাংলাদেশের কোনায় কোনায় আবারও আগুন জ্বলবে।
তারা আরও বলেন, ছাত্রজনতা একসঙ্গে দেশ গড়বে, সেখানে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবে মেনে নেওয়া হবে না। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করে, তারা শিক্ষার্থী হতে পারে না। সন্ত্রাসীরা কোনো ছাত্র হতে পারে না। স্বৈরাচারী সরকার বিগত বছরগুলোতে বিভিন্ন ট্যাগ দিয়ে আমাদের ওপর দমনপীড়ন চালিয়েছে। সেই একই কায়দায় সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই।