অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে মানবতার কবিখ্যাত কথা সাহিত্যিক ও লেখক ফারহানা রহমান মিষ্টির একক প্রবন্ধ ‘জীবন যাপনে’। এটি লেখকের চতুর্থ প্রকাশনী। এর আগে ফারহানা রহমান মিষ্টির তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যা পাঠকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ফারহানা রহমান মিষ্টির এ পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা ৩টি। যৌথ গ্রন্থের সংখ্যা ১০টিরও বেশি। জীবন যাপনে গ্রন্থটি তার একক দ্বিতীয় গ্রন্থ।
প্রিয় বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলার ৩৭০ ও ৩৭১ নং স্টলে পাওয়া যাচ্ছে।
জীবন যাপনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি এরই মধ্যে বইমেলা প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় অনেক কবি ও লেখক উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লেখকের পরিবার, স্বজন ও শুভাকাঙ্খিরাও।
জীবন যাপনে বইটি সম্পর্কে কবি ও সাহিত্যিক অতুল চন্দ্র সাহা তার অভিব্যক্তি প্রকাশ করে জানান, যান্ত্রিক সভ্যতায় পৃথিবীর মানুষ, মানুষের কর্মজীবন, সমাজ এতোটাই বেগে ধাবমান যে সবাই যেন দিশেহারা। তবুও এ দিশেহারা জীবনে জীবন চলতে থাকে জীবনের নিয়মে। জীবন মানে লম্বা একটা সফর। আর এ সফরকে কেন্দ্র করেই জীবনের নানাদিক তুলে ধরা হয়েছে এই গ্রন্থটিতে। জীবন যাপনে গ্রন্থের প্রতিটি লেখায় ফুটে উঠেছে জীবনের বাস্তবচিত্র।
কবি ও লেখক ফারহানা রহমান মিষ্টির জন্ম গাইবান্ধা জেলার জুমারবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি একাধারে শিক্ষক, কবি ও লেখক। সাম্প্রতিক লেখকের মধ্যে তিনি একজন অন্যতম লেখক। তার লেখা গল্প, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে দেশ-বিদেশের অনেক পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
তিনি বর্তমান গাইবান্ধার ফুলছড়ি সরকারী ডিগ্রী কলেজে প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে কর্মরত রয়েছেন। তার স্বামী বিমান বাহিনীতে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক সন্তানের সফল জননী।