রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার গতকাল ২৪শে ফেব্রুয়ারী দুপুরে জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরিদর্শনকালে জেলা কারাগার লাইব্রেরীর ধর্ম ও সাহিত্য সেকশনের উদ্বোধন করেন তিনি। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ উদ্দিন, জেল সুপার এনামুল কবির, জেলার(ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সহকারী সার্জন ডাঃ সিঞ্চন সাহা, রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।