ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে হত্যাসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাসুদ গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৪ ১৫:১৫:৩৩

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মাসুদ (২৯)কে গতকাল ২৪শে ফেব্রুয়ারী গ্রেফতার হয়েছে। 
 গ্রেপ্তার হওয়া মাসুদ রাজবাড়ী শহরের শ্রীপুর নোয়াখ্যাল্যা পাড়া এলাকার আঃ মাজেদের ছেলে।
 রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গতকাল ২৪শে ফেব্রুয়ারী সকালে সদর থানার একটি টিম শ্রীপুর নোয়াখ্যাল্যা পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলা ও অন্যান্য মামলার আসামী মাসুদকে তার বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২০১৪ সালে খানখানাপুরের একটি হত্যা মামলায় ওয়ারেন্ট রয়েছে। একই দিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ