ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০২-২৬ ১৪:১১:৫২

রাজবাড়ী শহরের আজাদী ময়দানে গতকাল ২৬শে ফেব্রুয়ারী সকালে জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান অনুষ্ঠান করা হয়েছে।

 রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফারী, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মুহম্মদ কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও অর্থ-সম্পাদক খোন্দকার ফরহাদ হোসাইন বক্তব্য রাখেন।

 এ সময় রাজবাড়ী জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন কমিটির সদস্যসহ বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। 

 জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান বলেন, শিশুদের প্রতি আমাদের মানবিক হতে হবে। তাদেরকে আন্তরিকভাবে সময় দিতে হবে। মেধা যাচাই করতে হলে প্রয়োজন হয় সুস্থ প্রতিযোগিতার। এরই ধারাবাহিকতা হিসেবে প্রতিবছর এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার আয়োজন করছে। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েছে। অভিভাবকরাও তাদের মেধাবী সন্তানদের সাফল্যে আনন্দিত হচ্ছেন। শিশুদেরকে অপ্রয়োজনে ইলেকট্রনিক্স ডিভাইস মোবাইল ও ল্যাপটপ কম্পিউটার থেকে দূরে রাখার জন্য পরামর্শ দেন। 

 এরপর রাজবাড়ী সদরের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হতে সনদপত্র প্রদান করেন অতিথিরা। 

 উল্লেখ্য, রাজবাড়ী জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন থেকে ২হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। সদর উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন থেকে ৭৫০ জন শিক্ষার্থীর অংশ নেয় এর মধ্যে ২৬৫ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়। ২৬৫ জনের মধ্যে সুপারট্যালেন্টে ১৯জন, ট্যালেন্টপুলে ৬১জন এবং সাধারণে ১৮৫জন বৃত্তি প্রাপ্ত হয়।

 

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ