রাজবাড়ীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার আয়োজনে গতকাল ২৬শে ফেব্রুয়ারী বিকেল ৪টায় শহরের ১নং রেলগেট এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি রবিউল আলম মিনুর সভাপতিত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, প্রচার সম্পাদক রকিবুল ইসলাম, রাজবাড়ী জেলা কৃষক নেতা আনিসুর রহমান, কৃষক সংগ্রাম সমিতি রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আজিবুর রহমান, রাজবাড়ী জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ্বাস ও রাজবাড়ী জেলা কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বয়ক হান্নান মোল্লা চুন্নু প্রমুখ বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা গণতান্ত্রিক ফ্রন্টের প্রচার সম্পাদক জামাল উদ্দিন।
বক্তারা বলেন, সমাজতন্ত্রের নামে আরেক দালাল সরকার নয়, শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার জন্য লড়াই জোরদার করতে হবে। বিশ্বাসঘাতক সমাজতন্ত্রীদের প্রতারণা ও অন্যান্য ষড়যন্ত্র মোকাবিলা করে বিপ্লবী শ্রমিক শ্রেণি, নিপীড়িত জনগণের সংগ্রাম বেগবান করতে হবে। তারা গণতান্ত্রিক শ্রম আইন, জাতীয় নীতি, ভূমিহীন কৃষকের জমির অধিকার, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা এবং মৌলিক অধিকার রক্ষার দাবীও জানান।