বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার কর্মী সম্মেলন আগামী ২৮শে ফেব্রুয়ারী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারী বিকেলে শহরের শ্রীপুর এলাকায় জামায়াতে ইসলামীর জেলা অফিসে সংবাদ সম্মেলন করেছে দলটি।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এডঃ মোঃ নুরুল ইসলাম, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ নুরুল ইসলাম ও জেলার সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ নুরুল ইসলাম বলেন, আগামী ২৮শে ফেব্রুয়ারী সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, এই কর্মী সম্মেলনে জেলার হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আগামী ২৮শে ফেব্রুয়ারীর কর্মী সম্মেলন উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এ সময় তিনি জেলাবাসীকে কর্মী সম্মেলনে উপস্থিত থেকে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার আহ্বান জানান।