বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা সমাবেশ গতকাল ২৬শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টায় শহরের কাজীকান্দায় বাহিনীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের শুরুতে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ আশরাফুল আলম বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস ও ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।
কালুখালী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কর্মকর্তা মনির হোসেনের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, রাজবাড়ী আনসার ও ভিডিপি ব্যাংকের ব্যবস্থাপক রইচ উদ্দিন, রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট হাওয়া খাতুন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ শাহেদা খাতুন, গোয়ালন্দ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেআরা খাতুনসহ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উর্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ আশরাফুল আলম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অন্যতম সুশৃঙ্খল এবং সম্ভাবনাময় একটি বাহিনী। দেশের অভ্যন্তরীন শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নতুন উদ্যমে সেবায় সর্বদা নিয়োজিত। চলমান সংস্কারের আওতায় যুগোপোযুগী প্রশিক্ষণ প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা যথাযথ মূল্যায়ন জবাবদিহিতা ও কার্যকর নেতৃত্ব অনুসারী দর্শনের সমন্বয়ে এই বাহিনীর অগ্রযাত্রা সর্বজন বিধি হবে। দেশ গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য এক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের তৃনমূল প্রশাসনিকস্তর পর্যন্ত বিস্তৃত এই বাহিনী নিরাপদ সমাজ কাঠামো গঠন মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়ন কার্যক্রম জনগনের দৌড়গোড়ায় পৌছে দেয়ার সক্ষমতা রাখে। ছাত্র-জনতার অভ্যুত্থানে থানাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে নিরাপত্তা সংকট মোকাবেলায় ও আইন-শৃঙ্খলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও সড়কের নিরাপত্তাহীনতার ও ট্রাফিক ব্যবস্থাপনার সংকট মোকাবেলায় এই বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের দায়িত্ব পালন করেছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আনসার বাহিনীর সহযোগিতা ছাড়া আমরা জনগণকে কখনোই কাঙ্খিত সেবা দিতে পারতাম না। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবশ্যই নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গর্বিত সদস্য হিসেবে মনে করবেন।
সমাবেশে প্রধান অতিথি উত্তম কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে বাহিনীর ওপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।