রাজবাড়ীতে জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন গতকাল ২৭শে ফেব্রুয়ারী দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি রাজবাড়ী সদর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল মোল্লা বক্তব্য রাখেন।
রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন আলোচনা করেন।
সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ ফিরোজ আল মামুন।
এ সময় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী কার্যালয়ের কর্মকর্তা ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ প্রাপ্ত শতাধিক ইমামরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান বলেন, ইমাম সাহেব হচ্ছে একটি পাড়া বা মহল্লার নেতা। ইমাম সাহেবের মর্যাদা অনেক বেশি। আমরা অনেক সময় ইমামদেরকে মূল্যায়ন করি না। এটা ঠিক না। ইমামদের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বেশি দিয়েছেন। তাই আমরা ইমামদের কে সঠিকভাবে মূল্যায়ন করবো। তাদেরকে যথাযথভাবে সম্মান করবো।
আলোচনা সভা শেষে ২০২৪-২৫ অর্থ বছরে জেলা পর্যায়ের প্রশিক্ষণে প্রথম স্থান অধিকারী পূর্ব শ্রীপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম, ২য় স্থান অধিকারী সদর উপজেলার বারবাকপুর বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ মাসউদ এবং ৩য় স্থান অধিকারী গোয়ালন্দ উপজেলার সরুপার চক জামে মসজিদের ইমাম মোঃ আব্দুল মালেককে সনদ প্রদান করা হয়।