রাজবাড়ীতে স্বপ্ন সুপার শপের দুই বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল ২৭শে ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টায় শহরের শ্রীপুর অবস্থিত আউটলেটে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় স্বপ্ন সুপার শপের পার্টনার আবু তসলিম, স্বপ্ন সুপার শপের নবাগত ম্যানেজার খোন্দকার আব্দুল আহাদ, রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আবু সাঈদ তাইয়্যেবী, শ্রীপুর বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক আবু নাসেরসহ স্বপ্ন সুপার শপের কর্মকর্তা-কর্মচারী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
স্বপ্ন সুপার শপের পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী আবু তসলিম জানান, দেখতে দেখতে দুই বছর হয়ে গেলো স্বপ্ন সুপার শপের। যাত্রা শুরুর পর থেকেই আমরা সম্মানিত ক্রেতাদের চাহিদা পূরণের জন্য সচেষ্ট রয়েছি। আগামীতেও আমরা ক্রেতাদের চাহিদা পূরণ করার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, রাজবাড়ী মানুষের অনেক দিনের প্রত্যাশা ছিল সুপার শপের। এখান থেকে সুলভ মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় সবধরনের কেনাকাটা করতে পারবেন। মানুষের সেবা দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। এ সময় তিনি রাজবাড়ীবাসীকে স্বপ্ন সুপার শপে সুলভমূল্যে তাদের প্রয়োজনীয় সকল জিনিস কেনা কাটার জন্য আহবান জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ী শহরের শ্রীপুর বাজারস্থ এসএ ভবনে(সোনালী ব্যাংকে লিঃ উপজেলা শাখার নিচ তলা) যাত্রা শুরু করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান স্বপ্ন সুপার শপ।