ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
বালিয়াকান্দিতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও গম ক্রয় কার্যক্রম উদ্বোধন
  • রঘুনন্দন সিকদার
  • ২০২০-০৫-১৯ ১৪:৫৬:২০
বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া খাদ্য গুদামে গতকাল ১৯শে মে বিকালে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলাতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
  গতকাল ১৯শে মে বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া খাদ্য গুদামে এই ধান ও গম ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মাসুদ, নলিয়া খাদ্য গুদামের ইনচার্জ সাফায়েত হোসেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার ও ব্যবসায়ী গোবিন্দ বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন।
  নলিয়া খাদ্য গুদামের ইনচার্জ সাফায়েত হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ২৬ টাকা কেজি দরে ধান ও ২৮ টাকা কেজি দরে গম সরাসরি কার্ডধারী কৃষকদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে। এ খাদ্য গুদামে সর্বমোট ৯২ মেট্রিক টন ধান ও ৬৩৬ মেট্রিক টন গম ক্রয় করা হবে।

 

 পাংশা বাজারে ফুটপাত অবৈধ দখল করে দোকান॥পথচারীদের ভোগান্তি
 রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে বিএনপির জনসভা
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা নজরুল মন্ডল কারাগারে
সর্বশেষ সংবাদ