অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দুস্থ মহিলাদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ই মার্চ বেলা ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং এনজিও ফেডারেশন ও টিআইবি-সনাকের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন
মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সাদমান সাকিব রাফি ও শাহানা পারভীন শানুর সঞ্চালনায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, সনাকের সভাপতি প্রফেসর নুরুজ্জামান, জেলা বারের সিনিয়র আইনজীবী এডঃ দেবাহুতী চক্রবর্তী, জেলা জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আবু জাফর, এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু, রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টায়ানো মারিও রেখা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, মাতৃভূমি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী আশরাফুন্নেচ্ছা শাহিনা, জীবিকা মহিলা সংস্থার সভানেত্রী শেহনাজ ইসলাম জুলিয়া ও মহিলা পরিষদের সদস্য সবিতা চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আমাদের বাংলাদেশে মেয়েরা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে, সেটা পৃথিবীর অন্য কোন দেশে আছে কিনা আমার জানা নেই। তারা বিভিন্ন ক্ষেত্রে ত্যাগ স্বীকার করে থাকেন। আমাদের মেয়েরা কিন্তু আমাদের সমাজটাকে ধরে রেখেছে, রাষ্ট্রকে ধরে রেখেছে। আমাদের ছোট্ট একটি দেশ, জনসংখ্যা অনেক বেশি। বাইরের দেশের মতন আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তেমন নেই। তারপরও যতটুকু আছে আমাদের মেয়েদের কারণে। মেয়েদের কারণেই পরিবার, সমাজ, রাষ্ট্র একটি ডিসিপ্লিনের মধ্যে আছে। সাম্প্রতিক সময়ে মাগুরাতে যে ঘটনা ঘটেছে সেটা শুধু আমাদের দেশে নয় পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরণের ঘটনাগুলো ঘটছে। একটা মেয়ে তার বোনের বাসায় যদি নিরাপদে না থাকে তাহলে এটাকে কি বলবো সেটা আমার জানা নেই। এটি আমাদের একটি সামাজিক সমস্যা।
তিনি আরও বলেন, আমাদের নারীরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক হস্তক্ষেপ করছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নারীরা রয়েছেন। একজন পুরুষ দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয়, কিন্তু একজন নারী ঘরে থেকে পরিবার সামলাচ্ছে। সমাজের অনেক ক্ষেত্রেই নারীরা অবহেলিত রয়েছে। এসব নারীদেরকে উদ্যোক্তা হতে হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। তাহলেই নারীরা সমাজে আর অবহেলিত থাকবে না।
আলোচনা সভা শেষে রাজবাড়ী সদর উপজেলায় ৪০ জন দুঃস্থ ও অসহায় মহিলাকে ১হাজার টাকা করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।