রাজবাড়ীতে ১ লাখ ৪০ হাজার ২৩০ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।
গতকাল ১৫ই মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১০৬৬টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
জানা গেছে, গতকাল ১৫ই মার্চ দিনব্যাপী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪২টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১২৮টি ওয়ার্ডে মোট ১০৬৬ টি স্থায়ী, অস্থায়ী ও পৌরসভার কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ১০০ জন শিশুকে ১ লাখ ইইউ (ইন্টারন্যাশনাল ইউনিট) ক্ষমতা সম্পূর্ণ ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ২৭ হাজার ১৩০ জন শিশুকে ২ লাখ ইইউ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সর্বমোট ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কেন্দ্রগুলোতে ২ হাজার ১৩২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।
সিভিল সার্জন ডাঃ এসএম মাসুদ বলেন, ‘ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সব ধরনের মৃত্যুর হার হ্রাস করে।
কালুখালী থেকে জুয়েল সরদার জানান ঃ সারাদেশের ন্যায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই মার্চ সকাল ১০টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন।
এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর কালুখালী উপজেলায় এক যোগে ১৬৯টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ১৪ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ৮শত ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাসের শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।