ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ীর হরিতলা মন্দিরে ৭৭জন প্রবীণ নারী-পুরুষকে সম্মাননা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-০৬ ১৩:৫২:৪১
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৬ই নভেম্বর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দাস্থ হরিতলা সার্বজনীন মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে ৭৭জন বয়ষ্ক নারী-পুরুষকে সম্মাননা প্রদান করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৬ই নভেম্বর সন্ধ্যায় শহরের সজ্জনকান্দাস্থ হরিতলা সার্বজনীন মন্দিরের উন্নয়নে ৫লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। 
  মন্দির কমিটি আয়োজিত কমিটির সত্তরোর্ধ্ব সাধারণ সদস্যসহ ৭৭জন বয়ষ্ক নারী-পুরুষকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। 
  হরিতলা সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গশেশ মিত্র’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিক এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি এডঃ দেবাহুতি চক্রবর্তী, রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, হরিতলা সার্বজনীন মন্দির কমিটির প্রাক্তন সভাপতি স্বপন কুমার সোম ও সাংবাদিক আবু মুসা বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বয়ষ্ক ব্যক্তিদের আমি সবসময় সম্মান করি। হরিতলা সার্বজনীন মন্দির কমিটি আজ প্রবীণদের যে সম্মান জানালো, তা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। বর্তমান সরকারের সময়ে বাংলাদেশে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে মিলেেিশ বসবাস করছে। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ