ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
পাংশার সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলনা স্থাপনা হাইস্কুলের জায়গা থেকে নিজস্ব জায়গায় স্থানান্
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৩-১৭ ১৫:১৭:৫৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য নির্মিত খেলনা স্থাপনা গত ১৩ই মার্চ সুজানগর হাইস্কুলের জায়গা থেকে সুজানগর প্রাইমারী স্কুলের নিজস্ব জায়গায় স্থানান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা নিয়ে দীর্ঘ দিনের চলমান মতবিরোধ নিরসন হয়েছে। 
 জানা যায়, পিইডিপির ২০২১-২০২২ অর্থ বছরে সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খেলনা স্থাপনা (প্লে জংশন) নির্মিত হয়। স্থাপনাটি সুজানগর উচ্চ বিদ্যালয়ের আংশিক জায়গার মধ্যে পড়েছিল। আবার সুজানগর উচ্চ বিদ্যালয়ের একটি টিনশেড ঘর সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় রয়েছে। এখন নিজস্ব জায়গায় নিজ নিজ প্রতিষ্ঠানের স্থাপনা গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
 এ লক্ষ্যে ইতোপূর্বে মিটিং এবং পরস্পর পত্র বিনিময় হয়েছে। উভয়ের মধ্যে সৃষ্ট মতবিরোধ শান্তিপূর্ণ পরিবেশে সমাধানের লক্ষ্যে গত ১২ই মার্চ বিকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোদাচ্ছের হোসেন তার সঙ্গে ছিলেন। সেখানে দু’টি বিদ্যালয়ের জায়গা ও স্থাপনাসহ বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
 সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন ও সুজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রামানিক এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বিদ্যমান পরিস্থিতিতে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
 নির্দেশনা সমূহ হলো, গত ১৩ই মার্চ সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলা স্থাপনা অপসারণ করে সুজানগর উচ্চ বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ভবন নির্মাণের জায়গা খালী করে দিতে হবে। অপসারণকৃত খেলনা সামগ্রী সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গার উপর স্থাপিত সুজানগর উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরের ১টি কক্ষে রাখার নির্দেশনা দেন তিনি।
 এছাড়া সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন ভবনের প্রস্তাব পাঠাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা এবং ভবনের বরাদ্দ আসার ১সপ্তাহের মধ্যে সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জায়গা খালী করে দেওয়ার জন্য তিনি সুজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতি নির্দেশনা প্রদান করেন।
 নির্ভরযোগ্য সূত্র জানায়, সুজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজ উদ্দিন প্রামানিক গত ১৩ই ফেব্রুয়ারী সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি বরাবর সুজানগর উচচ বিদ্যালয়ের নিজস্ব জমির উপর নির্মিত সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলনা স্থাপনা অপসারণের জন্য পত্র দেন।
 অপরদিকে, সুজানগর সরকারী পাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বর্তমান পাংশা উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সৈয়দ মোদাচ্ছের হোসেন গত ১৮ই ফেব্রুয়ারী সুজানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত পত্রে উল্লেখ করেন, গত ১৩ই ফেব্রুয়ারী তারিখে আপনার প্রেরিত পত্রের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই যে, ২০২৩-২৪ অর্থ বছরে সুজানগর সরকরী প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ভবন নির্মাণের ক্ষেত্রে আপনার আপত্তির কারণে গত ২০২৪ সালের ৫ই মার্চ তারিখে অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে একটি সার্বজনীন মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে আপনি অত্র বিদ্যালয়ের খেলনা স্থাপনা (প্লে জংশন) তাৎক্ষণিকভাবে অপসারণ করার প্রস্তাব পেশ করেন। যার প্রেক্ষিতে সুজানগর উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিনশেড ঘরটি অপসারণের পর উক্ত স্থানে প্লে জংশনটি স্থাপনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্লে জংশনটি স্থাপনের জন্য অত্র বিদ্যালয়ের নিজস্ব জমির উপর নির্মিত সুজানগর উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিন শেড ঘরটি অপসারণ করা বিশেষ প্রয়োজন।
 এসব বিষয় নিয়ে উভয় বিদ্যালয়ের মধ্যে সৃষ্ট মতবিরোধ সমাধানের লক্ষ্যে গত ১২ই মার্চ বিকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা সরেজমিন বিদ্যালয় পরিদর্শন করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
 সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন বলেন, ১৯৬৯ সালে সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। বিদ্যালয়ে একতলা বিশিষ্ট পুরাতন একটি ভবন আছে। পুরাতন টিনশেড ঘরটির জরাজীর্ণ অবস্থা। বিদ্যালয়টির অবকাঠামো সংকট দূরীকরণে নতুন ভবন নির্মাণ জরুরী হয়ে পড়েছে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তা এবং শিক্ষা বান্ধব পরিবেশ গঠনে বিদ্যালয়ের জন্য বাউন্ডারী ওয়াল নির্মাণ করা দরকার।
 পাংশা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোদাচ্ছের হোসেন প্রশাসনের নির্দেশনায় পাংশার সুজানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলনা স্থাপনা হাইস্কুলের জায়গা থেকে নিজস্ব জায়গায় স্থানান্তরের তথ্য নিশ্চিত করেন।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ