ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে চলমান বাজার মনিটরিং অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২২ ১৯:৪৭:৫২

 পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিন বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। 
 মনিটরিং কার্যক্রমের আওতায় গতকাল ২২শে মার্চ দুপুরে রাজবাড়ী শহরের কাঁচাবাজার, মাংস বাজার, মুরগী বাজার, মাছ বাজার, ডিম বাজার, মুদি ব্যবসায়ী ও পণ্য পরিবেশকদের ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে তিন দোকান মালিককে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। 
 অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দিন,স্থানীয় বাজার কমিটির সভাপতিসহ জেলা পুলিশের টিম ও স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ