ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১২ ১৫:১০:৪৭

রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল ১২ই এপ্রিল বেলা সাড়ে ১১টায় ব্যাংক ভবনে অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ-এর সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাবের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা সমবায় অফিসার(ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন বক্তব্য রাখেন।
 রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার অসীম কুমার নাগ, বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম, কালুখালী উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল জব্বার ও জেলা সমবায় কার্যালয়ের সরেজমিনে তদন্তকারী কর্মকর্তা আহমেদ ফজলুল কবির বক্তব্য রাখেন।
 সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর পরিচালক আব্দুর রাজ্জাক মিয়া, পরিচালক মোঃ হেলাল উদ্দিন সরদার, পরিচালক আব্দুল হক, বিনোদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর প্রতিনিধি এমএ খালেদ, আটদাপুনিয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর প্রতিনিধি মোঃ আবু ফয়েজ, নাড়ুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রতিনিধি আবুল খায়ের মোঃ আজাদ বক্তব্য রাখেন।
 ৪৩তম বার্ষিক সাধারণ সভায় বিগত ২০২৪ সালের ৩রা আগস্ট তারিখে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বার্ষিক রিপোর্ট পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ২০২৪-২০২৫ সালের অনিরীক্ষিত প্রাপ্তি প্রদান হিসাব অনুমোদন করা হয়। ২০২৩-২০২৪ সালের নিরীক্ষিত উদ্বৃত্তপত্র ও হিসাব বিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। ২০২৪-২০২৫ সালের সম্পূরক বাজেট ও ২০২৫-২০২৬  সালের মূলধনী ও রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। এছাড়া ২০২৪-২০২৫ সালের সর্বোচ্চ ঋণ গ্রহণের পরিমাণ নির্ধারণ সম্পর্কে আলোচনা করা হয়।
 সাধারণ সভায় দোয়া মোনাজাত করেন ব্যাংকের সিনিয়র হিসাব অফিসার মোঃ আবু সাঈদ।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ