ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামী গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৯ ১৫:১১:০৯

রাজবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩জনকে আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
 গতকাল ১৯শে এপ্রিল সকালে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার ধুলদী জয়পুর(ক্লাব) এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে সোহেল সরদার(২৩), সদর উপজেলার চন্দনী ইউনিয়নের অরুন কুমার দের ছেলে অপূর্ব কুমার দে(৪০) ও সদর উপজেলার বাবুপাড়া গ্রামের বারেক শেখের ছেলে মোঃ শহিদ শেখ(৫৮)।
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান জানান, রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ৩জন আসামীকে তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার পৃথক ৫টি মামলায় আসামী-৩৭৪॥জামিনে-১১৮॥কারাগারে ৪৩জন
 সাধারণ শ্রমিকদের কল্যাণে সবসময় পাশে থাকবো ঃ সাবেক এমপি খৈয়ম
রাজবাড়ীতে সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে হাসপাতাল সড়ক॥উন্নয়নের উদ্যোগ নেই নজরদিন
সর্বশেষ সংবাদ