রাজবাড়ী জেলা মিনিবাস ও বাস ও কোচ শ্রমিক ইউনিয়ন(২২৮৪) এর ভারপ্রাপ্ত কমিটির দায়িত্বগ্রহণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯শে এপ্রিল জেলা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের ১নং রেলগেট এলাকায় শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত কমিটির দায়িত্বগ্রহণ ও মতবিনিময় সভাতে জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় পৌর বিএনপির সাবেক সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রাজবাড়ী জেলা মালিক সমিতির যুগ্ম-সম্পাদক রইস উদ্দিন বাবু, রাজবাড়ী জেলা মিনিবাস ও বাস ও কোচ শ্রমিক ইউনিয়ন(২২৮৪) ভারপ্রাপ্ত সভাপতি রমজান খান ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, সাবেক যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য এ.মজিদ বিশ্বাস,কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, রাজবাড়ী জেলা মিনিবাস বাস ও কোচ শ্রমিক ইউনিয়ন(২২৮৪) এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিবহন শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শরীফ, জেলা হকার্স দলের সভাপতি আব্দুস সাত্তার বিশ্বাসসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও শ্রমিক ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, গত কয়েক বছর ধরে শ্রমিক ইউনিয়নের কোন কার্যক্রম নেই। দীর্ঘদিন শ্রমিকেরা তাদের ইউনিয়নের অধিকার থেকে দূরে রয়েছে। তারা নানা ভাবে লাঞ্চিত হয়েছে। শ্রমিকদের যেসব সম্পদ হারিয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। আমরা একক কোন সিদ্ধান্ত নিবো না। কমিটির সবাইকে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শ্রমিকদের স্বার্থে কাজ করে একটি শক্তিশালী ইউনিয়ন করার জন্য কাজ করতে হবে। সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করতে সবসময় আমি পাশে থাকবো। কারো পকেট ভারী করার জন্য এই ইউনিয়ন হবে না। এটি হবে সাধারণ শ্রমিকদের কল্যাণের জন্য। শ্রমিকদের বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে যেন শ্রমিকরা কাজ করতে পারে সেজন্য তাদের সংগঠিত হতে হবে। সকল শ্রমিক ইউনিয়নের(০২/০৩) শ্রমিক সংগঠন সহ শ্রমিকদের একসাথে কাজ করার জন্য একটি ইউনিয়ন করা হবে। তাদের কল্যাণে কিছু পদক্ষেপ নিতে হবে। শ্রমিক নেতাদের আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি।
এরপর প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান খান ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে ফুলের মালা পরিয়ে দেন।