ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার পৃথক ৫টি মামলায় আসামী-৩৭৪॥জামিনে-১১৮॥কারাগারে ৪৩জন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-১৯ ১৫:১৮:১৩

রাজবাড়ীতে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনে মোট ৫টি মামলা দায়ের রয়েছে।
 এর মধ্যে রাজবাড়ী সদর থানায় ৪টি ও গোয়ালন্দ ঘাট থানায় ১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের ৩৭৪ জনকে আসামী করা হয়েছে। 
 জানা গেছে, জুলাই-আগস্টে সংগঠিত কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ নেয়। সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবী নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করে, রাজপথে নামে। এসব আন্দোলনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া ৪টি মামলায় এজাহারে মোট ৩১৫ জনকে আসামী করা হয়।।   
 এর মধ্যে জামিনপ্রাপ্ত রয়েছে ১০৪ জন এবং জেল হাজতে রয়েছে ৪০ জন। এছাড়াও গোয়ালন্দ ঘাট থানার মামলায় এজাহার নামীয় আসামী ৫৯ জন। এর মধ্যে জামিনপ্রাপ্ত রয়েছে ১৪ জন এবং জেল হাজতে রয়েছে ৪ জন।
 মামলাগুলোর এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ই জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেয়। এ সময় এজাহারনামীয় আসামীরা তাদের সঙ্গীদের সঙ্গে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় ৩০শে আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করা হয়।
 রাজবাড়ী সদর মামলা নং-১৪ (জি.আর-৩৩২/২৪), তাং-৩০/০৮/২৪, ধারাঃ ১৪৩/১৪৮/৩৪১/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ১৯০৮ এর  ৩/৬ ধারা। এ মামলায় এজাহারনামী ১৭০ জন আসামীর মধ্যে বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনপ্রাপ্ত রয়েছে ৩৪ জন এবং জেল হাজতে রয়েছে ৩২জন। অন্যান্য আসামীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
 অপরদিকে ২০২৪ সালের ৫ই আগস্ট দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের করিম পেট্রোল পাম্পের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনকে নৎসাত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় কয়েকজন আহত হয়। এ ঘটনায় গত ২রা অক্টোবর সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের মোঃ ইদ্রিস ফকিরের ছেলে মোঃ শাহিন ফকির(৩৮) বাদী হয়ে সদর থানায় ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১৫০/২০০ জনকে আসামী করে মামলা দায়ের করে। 
 রাজবাড়ী সদর মামলা নং-০১ (জি.আর-৩৬৫/২৪), তাং-২/১০/২৪, ধারাঃ ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ১৯০৮ এর  ৩/৬ ধারা। এ মামলার এজাহারনামীয় ৮৭ জন আসামীর মধ্যে বর্তমানে জামিনপ্রাপ্ত রয়েছেন ৫১জন এবং জেল হাজতে আটক রয়েছেন ৩জন।
 এছাড়াও গত ৪ই আগস্ট-২০২৪ বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য টিএনটি এলাকায় জমায়েত হয়ে সেখানে মিছিল করতে থাকে। ওই সময় এজাহারনামীয় ৪৪জন আসামীসহ শতাধিক অজ্ঞাতনামা আসামীরা আগ্নেয়াস্ত্র ও রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ ও রড নিয়ে আন্দোলনরতদের ওপর আক্রমন করে এলোপাথারিভাবে লাঠিপেটা এবং ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুতর জখম করে।
 এ ঘটনায় গত ২৬শে আগস্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উৎস সরকার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, দক্ষিণ ভবানীপুর গ্রামের জামাল খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক ব্যাক্তিকে আসামী করে মামলা দায়ের করে।
 রাজবাড়ী সদর মামলা নং-১০ (জি.আর-৩২৮/২৪), তাং২৬/০৮/২৪, ধারা-১৪৩/১৪৮/৩০৭/৩২৩/৩২৬/৪২৭/১১৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ১৯০৮ এর  ৩/৬ ১৯০৮। এ মামলায় এজাহারনামীয় ৪৪ জন আসামীর মধ্যে বর্তমানে জামিনে রয়েছেন ৫জন এবং জেল হাজতে আটক রয়েছেন ১জ আসামী।
 অন্যদিকে, গত ৫ই আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে ১০০/১৫০ জন শিক্ষার্থীরা গোয়ালন্দ মোড়ে অবস্থান করে শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলনের শ্লোগান দিচ্ছিলেন। ওই সময় মামালর এজাহারনামীয় আসামীরাসহ অজ্ঞাতনামা  ৯০/৯৫ জন আসামীরা দেশীয় লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি মারপিট করে। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়।
 এছাড়াও আসামীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। এরপর আসামীরা ৮/১০টি ককটেল বিস্ফোরণ করলে সেখানেও কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করে। 
 পরে এ ঘটনায় গত ২০২৪ সালের ২রা সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন।
 রাজবাড়ী সদর মামলা নং-১(জি.আর-৩৩৪/২৪), তাং-০২/০৯/২৪, ধারা-১৪৩/৩০৭/৩২৩/৩২৬/৫০৬/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ১৯০৮ এর  ৩/৬। এ মামলায় এজাহারনামীয় ১৪জন আসামীর মধ্যে বর্তমানে জামিনপ্রাপ্ত রয়েছেন ১৪জন এবং জেল হাজতে আটক রয়েছেন ৪জন।
 এছাড়াও ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ই আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১০ই ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়।
 গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-১০(জিআর-২৮৫/২৪) তারিখ-১০/১২/২০২৪, ধারাঃ ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড তৎসহ বিস্ফোরকদ্রব্য আইনের ১৯০৮ এর ৩/৬। এ মামলায় এজাহারনামীয় ৫৯জন আসামীর মধ্যে বর্তমানে জামিনপ্রাপ্ত রয়েছেন ১৪ জন এবং জেল হাজতে আটক রয়েছে ৩ জন।
 রাজবাড়ীর কোর্ট পুলিশ পরিদর্শক(ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণ ও বিস্ফোরক আইনে রাজবাড়ী সদর থানায় ৪টি ও গোয়ালন্দ ঘাট থানায় ১টি মামলা হয়েছে। এই ৫টি মামলায় মোট এজাহারনামীয় আসামী ৩৭৪ জন। এর মধ্যে বর্তমানে জামিনপ্রাপ্ত রয়েছে ১১৮জন এবং জেলে হাজতে আটক রয়েছে ৪৩জন। বর্তমানে এজাহার নামীয় ২শতাধিক আসামী আত্মগোপনে রয়েছে।

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলার পৃথক ৫টি মামলায় আসামী-৩৭৪॥জামিনে-১১৮॥কারাগারে ৪৩জন
 সাধারণ শ্রমিকদের কল্যাণে সবসময় পাশে থাকবো ঃ সাবেক এমপি খৈয়ম
রাজবাড়ীতে সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে হাসপাতাল সড়ক॥উন্নয়নের উদ্যোগ নেই নজরদিন
সর্বশেষ সংবাদ