ঢাকা বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
কৃষক লীগের নেতা ও দৈনিক জনতার আদালত সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঢাকায় গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২২ ১৬:২৮:১২

বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক (৫০)কে গত ২১শে এপ্রিল দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।
 গতকাল ২২শে এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার(গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। 
 গ্রেফতারকৃত নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুন্দিয়া গ্রামের আমজাদ হোসেন সরদারের পুত্র।
 ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, মিরপুর মডেল থানার সুনির্দিষ্ট একটি হত্যা মামলার ভিত্তিতে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। 
 জানা গেছে, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ীর স্থানীয় দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ২০২৪ সালের ৭ই জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
 গতকাল ২২শে এপ্রিল পুলিশ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করলে আদালতের বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। 

রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ
রাজবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষক লীগের নেতা ও দৈনিক জনতার আদালত সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঢাকায় গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ