রাজবাড়ী জেলার কালুখালীতে কিশোর নীবর শেখ(১৭) হত্যাকান্ডে জড়িত মুক্তিপণ দাবীকারী আসামী নজরুল শেখ (৩৩)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নজরুল শেখ কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের মৃত আক্কাস শেখের ছেলে।
গত ১৯শে এপ্রিল রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকা জেলার সাভারের তেঁতুলজড়া ইউনিয়নের জোরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কালুখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জামাল হোসেন জানান, গত ২০শে মার্চ নীরব শেখ তার নিজ বাড়ী কালুখালী উপজেলার হরিণবাড়িয়া গ্রামের মাধবপুর বাজার সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ২১শে মার্চ রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর থেকে নীরব শেখের বাবার মোবাইলে ফোন করে নীরব শেখ তাদের কাছে জিম্মি আছে বলে জানায় এবং তাকে ছাড়িয়ে নিতে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে।
পরবর্তীতে মুক্তিপণ দাবীকারীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এর ২দিন পর গত ২৩শে মার্চ সকাল সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বাগঝাপা সালেহপুর পদ্মা নদীতে কোমরে লোহার শিকল এবং প্লাষ্টিকের বস্তা বাঁধা অবস্থায় নীরব শেখের লাশ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নীরবের পিতা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কালুখালী থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একাধিক টিম মাঠে নামে।
মামলা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ই এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে হত্যাকান্ডে জড়িত মূল আসামী মিজান (২২)কে কালুখালী উপজেলার বাগলপুর গ্রামে তার বসতবাড়ী হতে গ্রেপ্তার করা হয়।
এরপর গত ১৯শে এপ্রিল হত্যাকান্ডে জড়িত থাকা আরো এক আসামী নজরুল শেখ (৩৩)কে ঢাকার সাভারের তেঁতুলজড়া ইউনিয়নের জোরপুল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কালুখালী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জামাল হোসেন আরো জানান, গ্রেফতারকৃত নজরুল শেখকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় হত্যাকান্ডের মূল আসামী মিজান নজরুলকে ফোন করে একটা কাজ করতে হবে জানিয়ে দেখা করতে বলে। পরবর্তীতে মিজানের কথামতো নজরুল গত ২০শে মার্চ তার রাত সাড়ে ৮টার দিকে মিজানের সাথে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে দেখা করে এবং মিজান নজরুলকে একটা সিমকার্ড দিয়ে বলে ২০০-২৫০ কিলোমিটার দূরে গিয়ে নীরবের বাবার কাছে ২০ লক্ষ টাকা চাইতে এবং বলতে হবে নীরবকে তারা জিম্মি করে রেখেছে। সেই কথামতো ঐ দিন রাতেই নজরুল রাজশাহী চলে যায় এবং রাজশাহীর মান্দা বাজার থেকে একটি বাটন ফোন কেনে। পরদিন নজরুল গত ২১শে মার্চ রাতে মিজানের কথামতো নীরবের বাবার কাছে ফোন করে ২০লক্ষ টাকা চায় এবং বলে তুই যদি তোর ছেলে পেতে চাস তাহলে পাংশা লোহার ব্রীজে ২০ লক্ষ টাকা নিয়ে আয়। তখন নীরবের বাবা তার ছেলের নাম জিজ্ঞেস করলে নজরুল তাৎক্ষণিক বলতে না পারায় ফোন কেটে দেয় এবং নাম্বার বন্ধ করে দেয়। এর ২দিন পরে মিজান নজরুলকে ফোন করে বলে যে নীরবের লাশ ভেসে উঠেছে এবং সাবধানে থাকতে বলে।
এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি তদন্ত জামাল হোসেন