ঢাকা বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
রাজবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-২২ ১৬:৩১:১৩

১৮তম বিশ্ব অটিজম সচেতনতা-২০২৫ উপলক্ষে “স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২২শে এপ্রিল রাজবাড়ীতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 র‌্যালীটি সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, এনজিও রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ নাসির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
 আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম।
 জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার রেখা ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল শেখসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথিরা।
 এর আগে অটিজম দিবস উপলক্ষে র‌্যালীতে জেলা প্রশাসক সুলতানা আক্তার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল শেখ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদার, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, এনজিও রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ নাসির উদ্দিন আহমেদসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
 আলোচনা সভায় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিরা সমাজের বোঝা নয়। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, নির্দেশনা ও অনুপ্রেরণার মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কাজের পরিবেশ, সেই সঙ্গে তাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করতে হবে। 
 পারিবারিক ও সামাজিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমর্থন ও সহায়তা প্রদান করতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের শারীরিক ও মানসিক নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

রাজবাড়ী জেলা মাইক্রোবাস-কার চালক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ
রাজবাড়ীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষক লীগের নেতা ও দৈনিক জনতার আদালত সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক ঢাকায় গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ