ঢাকা শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
মানুষের মতো কথা বলে শালিক পাখি!
  • আশিকুর রহমান
  • ২০২৫-০৪-২৪ ১৫:০৭:৪৪

ময়না কিংবা টিয়া নয়, হুবহ মানুষের কণ্ঠে কথা বলছে শালিক পাখি। শুনতে অবাক লাগলেও, দুটি শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলতে শিখিয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের হারুন মন্ডল। আদর করে পাখি দুটির নাম রেখেছেন মটু ও বাতাসি।
 জানা গেছে, পেশায় ভ্যান চালক হারুন মন্ডল একজন পাখিপ্রেমী মানুষ। দুই বছর আগে বাড়ীর পাশে নারকেল গাছ কেটে ফেলায় শালিক পাখির বাসা ভেঙ্গে যায়। তখন ছোট্ট পাখির ছানা দুটিকে তুলে এনে আশ্রয় দেন হারুন মন্ডল, লালন-পালন করেন সন্তানের মতো করে। পরম আদর যত্ম পাওয়ায় পাখির কাছে হারুন মণ্ডল এখন নিরাপদস্থল। হারুনকে বাবা ও তার স্ত্রী জহুরা বেগমকে মা ডাকে পাখি দুটি। কেউ বাবা-মায়ের নাম জিজ্ঞেস করলে হারুন ও জহুরার নাম বলে অবলীলায়। 
 হারুন মন্ডল বলেন, খ্বু ছোট থাকতে আমি পাখির বাচ্চা দুটিকে এনেছিলাম। অল্প সময়ের মধ্যেই ওরা পোষ মানে এবং কথা বলা শেখে। আমাকে আব্বা ডাকে, আমার স্ত্রীকে মা ডাকে, আমার ছেলেকে ভাইয়া ডাকে। আল্লাহর নাম নিয়ে জিকির করে। বাড়ীতে কেউ এলে সালাম দেয়, গল্প করে। আমি ও আমার স্ত্রী পাখি দুটিকে সন্তানের মতো লালন-পালন করি। ওরা ভাত, কলা-রুটি, মুরগির ফিড খায়। মাঝেমধ্যে মাংস রান্না করে ছিড়ে ছোট ছোট টুকরো করে দেই, তাও খায়।
 হারুন মন্ডলের স্ত্রী জহুরা বেগম বলেন, পাখি দুটি আমাকে মা ডাকে। আমার স্বামী কাজ থেকে বাড়ী ফিরলে ওরা বলে, মা আব্বাকে ভাত দাও। আমি ভাত খেয়েছি কি না তাও জিজ্ঞেস করে। তখন আমার খুব ভালো লাগে। আমি ওদের আমার সন্তানের নজরেই দেখি।
 বনে পাখির মানুষের মতো করে কথা বলা দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। পাখির প্রতি হারুন মন্ডলের এমন ভালোবাসায় মুগ্ধ তারা।
 স্থানীয় কৃষি উদ্যোক্তা কাজী সিদ্দিকুর রহমান বলেন, ময়না ও টিয়া পাখির কথা বলা অনেক দেখেছি। তবে আমার জীবনে আমি কখনো শালিক পাখির কথা বলা দেখিনি। হারুনের বাড়ীতে এই প্রথম দেখলাম শালিক পাখির কথা বলা। বিভিন্ন স্থান থেকে লোকজন হারুনের বাড়ীতে আসে শালিকের কথা বলা দেখতে। হারুন একজন পাখিপ্রেমী মানুষ। শালিক ছাড়াও তিনি বিভিন্ন জাতের কবুতর পালন করেন। পাখির প্রতি এমন ভালোবাসা বজায় রাখার জন্য তাকে ধন্যবাদ জানাই।

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ কয়েকটি সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বহালের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন খানের জনসভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ