ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের(পাস কোর্স) মর্যাদার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
গতকাল ২৪শে এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়।
মানববন্ধনে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাসসহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এইচএসসি পাস করে ৩বছর ধরে ডিপ্লোমা করি আমরা। এরপর আরও ৬ মাস ইন্টার্নি করার পরও আমাদের ডিগ্রির কোনো মূল্য থাকে না। কিন্তু আমরা সেই ইন্টার পাসই থেকে যাই। আমাদের সারাজীবনের পরিশ্রমই বৃথা হয়ে যায়। কাজেই আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের ডিগ্রি দিতে হবে।