রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
বালিয়াকান্দি সরকারী কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে গতকাল ২৪শে এপ্রিল এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় বালিয়াকান্দি সরকারী কলেজ চত্বর থেকে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে বালিয়াকান্দি বাজারের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, বালিয়াকান্দি বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সরকারী কলেজের শিক্ষার্থী রাহাত শেখ, হৃদয় মাহমুদ, জিহাদ ভূইয়া ও অনিকা তাসিন সুপ্তি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে খবর পেয়ে মানববন্ধন স্থানে আসেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন। এ সময় শিক্ষার্থীরা তার হাতে স্মারক লিপি তুলে দিলে তিনি তা গ্রহণ করে শিক্ষার্থীদের কথা শোনেন এবং তা আলোচনার জন্য বসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করে।