“জাগো হে মানব শিল্পের ছোঁয়ায়” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে নাট্য সংগঠন স্বদেশ নাট্যাঙ্গনের আয়োজনে ৩দিনব্যাপী গীতরঙ্গ প্রশিক্ষণ কর্মশালা চলছে।
গতকাল ২৫শে এপ্রিল জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে দ্বিতীয় দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সকালের পর্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক কামাল উদ্দিন কবির। দ্বিতীয় পর্বে প্রশিক্ষক ছিলেন শিক্ষক ও সংগীত শিল্পী দেবাশীষ বিশ্বাস।
জানা গেছে, এই কর্মশালায় ৩০জন সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী প্রশিক্ষণ নিচ্ছে। এই গীতরঙ্গ কর্মশালায় সহযোগিতায় রয়েছে স্বপ্নডাঙ্গা গীতরঙ্গ চর্চা ও গবেষণা প্রাঙ্গণ। আজ ২৬শে এপ্রিল দিনব্যাপী কর্মশালা শেষে বিকালে অনুষ্ঠিত হবে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। সমাপণী দিনে প্রশিক্ষণ প্রদান করবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা। সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী এবং তাদের অবিভাবক ছাড়াও রাজবাড়ীর বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ২৪ শে এপ্রিল এই কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে আলোচনা করেন স্বপ্নডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন বরেণ্য শিক্ষক ও নাট্যবিদ ড. বিপ্লব বালা।