ঢাকা শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
নারীকে বাদ দিয়ে আমরা জীবনের কোন কিছু চিন্তা করতে পারি না -- ডাঃ হালিদা হানুম আখতার
  • আশিকুর রহমান
  • ২০২৫-০৪-২৫ ১৫:১২:২৫

গ্রাম উন্নয়নের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল ২৫শে এপ্রিল বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন(আইভিএফ)।
 আইভিএফ’র চেয়ারম্যান আক্তার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ হালিদা হানুম আখতার বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে দৈনিক জবানের সম্পাদক রেজাউল করিম রনি বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হালিদা হানুম আখতার বলেন, নারীকে বাদ দিয়ে আমরা জীবনের কোন কিছু চিন্তা করতে পারি না। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে আমরা(নারী বিষয়ক সংস্কার কমিশন) প্রতিবেদন জমা দিয়েছি। প্রতিবেদনে নারীর স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিতে বলা হয়েছে। সহিংসতামুক্ত সমাজ গঠনে নারী ও মেয়ে শিশুর সুরক্ষা, জাতীয় ও স্থানীয় পর্যায়ে জনপরিসরে নারীর অংশগ্রহণ এবং জনপ্রশাসনে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর কথাও এসেছে প্রতিবেদনে।
 এছাড়া শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সব বয়সী নারীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও সম্পদের ওপর অধিকার প্রতিষ্ঠা, শ্রম ও কর্মসংস্থান বৃদ্ধির পদক্ষেপ এবং নারী শ্রমিকদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
 দারিদ্র্য কমাতে টেকসই সামাজিক সুরক্ষা, গণমাধ্যমে নারীর অংশগ্রহণ ও ইতিবাচক চিত্রায়ণ, ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অন্তর্ভুক্তি এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর অংশগ্রহণও কমিশনের সুপারিশের অন্তর্ভুক্ত করা হয়েছে।
 সভাপতির বক্তব্যে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন (আইভিএফ) এর চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্য বিষয়ক সমস্যা, শিক্ষার সমস্যা ও দারিদ্রতা যেন না থাকে সেই বিষয় নিয়ে আমরা কাজ করে চলেছি। আগামী পাঁচ বছরের মধ্যে এই এলকায় স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্রতার সমস্যা থাকবে না। কাজের ক্ষেত্রে আমরা স্বজনপ্রীতি, দুর্নীতি ও পেশিশক্তিকে প্রশ্রয় দেবোনা। স্বচ্ছতার ভিত্তিতে কাজ করে আমরা একটি উদাহরণ তৈরি করতে চাই। 
 মতবিনিময় সভায় আইভিএফ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম শাওন, স্থানীয় সভাপতি আব্দুস সালাম শেখ, সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন শেখ, সমন্বয়কারী শরিফ উদ্দিন আহমেদ ও বিএনপি নেতা সাজেদুল বিশ্বাস সাজ্জাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নারীকে বাদ দিয়ে আমরা জীবনের কোন কিছু চিন্তা করতে পারি না -- ডাঃ হালিদা হানুম আখতার
রাজবাড়ীতে স্বদেশ নাট্যাঙ্গনের তিন দিনব্যাপী গীতরঙ্গ প্রশিক্ষণ কর্মশালা
আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ