রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭শে এপ্রিল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে আহতদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য ও এইচ এম হাসিবুল ইসলাম শিমুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের পাশে জেলা প্রশাসন সবসময় পাশে আছে ও থাকবে।
জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত “সি” ক্যাটাগরির ৭১জনকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রত্যেককে ১লক্ষ টাকার চেক বিতরণের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।