ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
রাজবাড়ীতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৪-২৯ ১৬:২৭:০১

রাজবাড়ীতে হঠাৎ কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ঝড়ে গাছপালা ভেঙ্গে সড়কের ওপর পড়ে জনসাধারণের চলাচল সাময়িক অসুবিধা সৃষ্টি হয়।
 গতকাল ২৯শে এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে জেলা শহরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এরপর সন্ধ্যা ৬টা ১২ মিনিটের দিকে হঠাৎ ঝড়ের তান্ডব চলে। প্রায় ৫মিনিট ঝড় স্থায়ী থাকে। এরপর কিছুক্ষণ শিলাবৃষ্টিও হয়।
 জানা গেছে, রাজবাড়ী শহরে বিকেলের পর থেকেই আকাশ মেঘলা হয়ে যায়, শুরু হয় দমকা হাওয়া। এরপর সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় বৃষ্টি। এর কিছুক্ষণ পর ৬টা ১২মিনিটের দিকে শিলা বৃষ্টিসহ কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়। প্রায় ৫মিনিটের ঝড়ে শহরের বিভিন্ন এলাকার গাছপালা ভেঙ্গে সড়কের ওপরে পড়ে। এতে জনসাধারণের চলাচলে অসুবিধা হয়। ৫মিনিটের কালবৈশাখী ঝড়ে রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের গ্লাস ভেঙে কাচ গুলো টুকটো টুকরো হয়ে রাস্তায় পড়ে যায়। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও রাজবাড়ী শহরের মনেক্কা টাওয়ার ও মা টাওয়ারের গ্লাস ভেঙে সড়কে পড়ে। প্রচন্ড ঝড়ে রাজবাড়ীর স্টেশন রোডের একটি মার্কেটের উর উপর জাম গাছ পড়ে। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছ ভেঙ্গে বেড়াডাঙ্গা ১নম্বর সড়ক আটকে যায়। পরে স্থানীয়রা তা অপসারণ করে। এছাড়াও রাজবাড়ী শহরের ১নম্বর বেড়াডাঙ্গা, ২নম্বর বেড়াডাঙ্গা, ৩নম্বর বেড়াডাঙ্গা, বেড়াডাঙ্গা তালতলা, দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর, রঘুনাথপুর, চক কেষ্টপুরসহ আশেপাশের কয়েকটি এলাকায় কাল বৈশাখী ঝড় তান্ডব চালায়। এতে ওই সব এলাকায় গাছপালা ভেঙ্গে বিদ্যুতের তারের ওপর ও সড়কে পড়ে জনসাধারণের চলাচল বিঘ্ন ঘটে।
 রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান বলেন, আজকের শিলা বৃষ্টিতে আমের ক্ষতি হবার কথা না। কারণ শিলের সাইজটা ছোট ছিলো। আর কৃষিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে আমাদের মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা কাজ করছে।

 

গোয়ালন্দে সড়ক নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ তদন্তে সরেজমিন দুদকের টিম
রাজবাড়ীতে ঝড়ে রেল লাইনের উপর ভেঙ্গে পড়ল গাছ॥ট্রেন চলাচল বিঘ্নিত
রাজবাড়ী বাজার পরিদর্শনে সাবেক সংসদ সদস্য খৈয়ম
সর্বশেষ সংবাদ