ঢাকা শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৫-১০ ১৫:৪৭:৪৫

রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক মাতৃকণ্ঠ, সাপ্তাহিক সাহসী সময় এবং সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিনের পিতা খোন্দকার আব্দুল মালেকের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
 ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানী ও গত শুক্রবার বাদ জুম্মা বাদ রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদ এবং একই সময়ে হালিমা কাদের জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদে খতিব মোঃ আবু বক্কার এবং হালিমা কাদের জামে মসজিদে খতিব মাওলানা মোঃ মোকলেসুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। 
 উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি’র অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক এবং ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের প্রাক্তন সভাপতি খোন্দকার আব্দুল মালেক দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, হৃদরোগ ও কিডনী সমস্যায় ২০০৯ সালের ২৬শে অক্টোবর তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এরপর দীর্ঘ প্রায় ৮মাস যাবৎ ঢাকায় তার কিডনীর ডায়ালাইসিস করা হয়। তিনি ২০১০ সালের গত ১০ই মে বিকেল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। 

 

 গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের দায়িত্ব গ্রহণ
 রাজবাড়ীতে মৃত্যুবরণকারী ও গুরুতর আহত ৪জন সরকারী কর্মচারীর মাঝে অনুদানের চেক বিতরণ
 খানখানাপুরে ৩১দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ