রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬১ পুরিয়া হেরোইনসহ বিক্রেতা মাধব ঘোষ (৩৫)কে গ্রেফতার করেছে।
গতকাল ১১ই মে বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া মাংস বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাধব ঘোষ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর ৪নং ওয়ার্ডের জীবন চন্দ্র ঘোষের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই রবিউল ইসলাম সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া মাংস বাজারের ভাই ভাই গোস্তর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬১ পুরিয়া হেরোইন সহ বিক্রেতা মাধব ঘোষকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।