ঢাকা শুক্রবার, মে ১৬, ২০২৫
গোয়ালন্দে দেশীয় মদসহ মাদক বিক্রেতা গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-১৫ ১৫:০৭:৩৬

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৫লিটার দেশীয় মদসহ বিক্রেতা সাঈদ শেখ (৪৭)কে থানা পুলিশ গ্রেফতার করেছে । 
 গ্রেফতারকৃত মাদক বিক্রেতা সাঈদ শেখ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়া গ্রামের মমিন শেখের ছেলে। 
 থানা সূত্রে জানা যায়, গত ১৪ই মে দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর সাঈদ শেখের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫লিটার দেশী মদ জব্দ করা হয়।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে গতকাল ১৫ই মে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে প্রেরণ করা হয়েছে।

কালুখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক বিক্রেতা অজুফা গ্রেফতার
কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে  দুই প্রতিষ্ঠানকে ১৩হাজার টাকা জরিমানা
তেঁতুলিয়ায় চন্দনা নদীর পাড়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিলো উপজেলা প্রশাসন
সর্বশেষ সংবাদ